ঝালকাঠি ও কুড়িগ্রামে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
ঝালকাঠি ও কুড়িগ্রামে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার তাদের মৃত্যু হয়।
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নাপিতখালি গ্রামের মো. কামাল হাওলাদারের ২ মেয়ে পানিতে ডুবে মারা গেছে।
তাদের নাম সোনালী আক্তার (৮) ও রুপালি আক্তার (৬)।
নবগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুন হোসেন জানান, আজ দুপুরের পর বাড়ির পাশে খালে গোসল করতে নেমে ২ বোন আর ফিরে আসেনি। পরবর্তীতে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সোনালী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে এবং রুপালি প্রথম শ্রেণিতে পড়ত।
অপর ঘটনায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে ২ চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ দুপুরে রাজারহাট উপজেলার উপজেলার নাজিম খান ইউনিয়নের আলসিয়া পাড়া গ্ৰামে ওই ঘটনা ঘটে।
তারা হলো, আলসিয়া পাড়া গ্রামের সাজিদুল ইসলাম সাজু আহমেদের ছেলে মাহাদী হোসেন (৮) ও সোহাগ মিয়ার ছেলে ফরাদী হোসেন (৯)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খালে গোসল করার সময় পানিতে ডুবে মারা যায় তারা। নিখোঁজের এক ঘণ্টা পর পরিবারের লোকজন তাদের মরদেহ খালের পানির ওপর ভাসতে দেখেন। শিশু ২টি সাঁতার জানতো না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, মরদেহ তাদের পরিবারের কাছে রয়েছে। ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
Comments