সোনার বাংলা এক্সপ্রেসের সোমবারের ট্রিপ বাতিল

নাঙ্গলকোটে দুর্ঘটনাকবলিত সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। ছবি: সংগৃহীত

কুমিল্লায় আজ রোববার দুর্ঘটনার পর সোনার বাংলা এক্সপ্রেসের আগামীকাল সোমবারের ঢাকা-চট্টগ্রাম ট্রিপ বাতিল করেছে রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হোসেন খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঈদ উপলক্ষে গত ৭ এপ্রিল সোমবারের (১৭ এপ্রিল) অগ্রিম টিকিট কিনেছিলেন যাত্রীরা।

রেলওয়ে বলেছে, সোনার বাংলা এক্সপ্রেসের সোমবারের যাত্রীরা ১৯ এপ্রিল বিশেষ ট্রেনে যেতে পারবেন। ১৯ এপ্রিল সকাল ৮টায় বিশেষ ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানায়, রোববার সন্ধ্যায় হাসানপুর স্টেশনে দূর্ঘটনার কারণে সোনার বাংলা ট্রেনটির ৭টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোচগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় আগামীকাল ১৭ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম ৭৮৮ সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

বাতিল করা ট্রিপ আগামী ১৯ এপ্রিল সকাল ৮টায় ঢাকা স্টেশন থেকে পরিচালনা করা হবে। যাত্রীরা যাত্রা বাতিল করতে চাইলে অনলাইনে টিকিট রিফান্ড করতে পারবেন।

রোববার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে ট্রেনের ইঞ্জিন ৭টি বগি লাইনচ্যুত হয়।

এতে অন্তত ৩০ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

38m ago