ছবিতে সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনা

দুমরে-মুচড়ে যাওয়া ইঞ্জিন ও কোচগুলো রেললাইনের এদিক-সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস।

ছবি: সংগৃহীত

আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৬টি কোচ লাইনচ্যুত হয়েছে।

ছবি: সংগৃহীত

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, লাইনচ্যুতির ঘটনায় প্রায় দুমরে-মুচড়ে যাওয়া ইঞ্জিন ও কোচগুলো রেললাইনের এদিক-সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। স্থানীয়রা ছুটোছুটি করে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

4h ago