গাজীপুরে পিকনিকের বাসে আগুন

আগুনের ঘটনায় কোনো হতাহত নেই। তবে বাসটি পুড়ে গেছে।
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লীবিদ্যুৎ মোড়ে শিক্ষার্থীদের পিকনিকের বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সৌখিন পরিবহনের চলন্ত ওই বাসে আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বাসটিতে করে ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজীরবাজার এলাকার একটি পার্কে পিকনিকে গিয়েছিল। ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে মাওনা চৌরাস্তা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় বাসটিতে আগুন ধরে যায়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত বাস থেকে নেমে যান।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস ও শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের ঘটনায় কোনো হতাহত নেই। তবে বাসটি পুড়ে গেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।'

বাস থেকে নেমে যাত্রীরা বিকল্প ব্যবস্থায় গন্তব্যের উদ্দেশে ঘটনাস্থল ছেড়ে গেছেন বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago