গুলিস্তানে বিস্ফোরণ

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৯ জনের অবস্থাই আশঙ্কাজনক, আইসিইউতে ২: সামন্ত লাল সেন

ফাইল ছবি

গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণে আহতদের মধ্যে ৯ জন এখন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন রোগীদের দেখে এসে টেলিফোনে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, 'গতকাল ১০ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। ১ জন মারা গেছেন। এখন ৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাদের অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক। বাকিদের অবস্থাও ভালো বলার সুযোগ নেই। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরের বৃহদাংশই পুড়ে গেছে। আরও অনেক ইনজুরি আছে।'

গুলিস্তানের এই বিস্ফোরণে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০০ জন।

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

47m ago