চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু, নিহত বেড়ে ২০
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু হয়েছে। তার নাম হাফেজ মূসা হায়দার (৪৬)।
এই নিয়ে মোট নিহত সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
বিস্ফোরণে আহত মূসা বুধবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ ছিল।
বার্ন ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন এসএম আইয়ুব হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাফেজ মূসার শ্বশুর বাসেদ আলী জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে। এলাকাতে তার ফার্মেসি ও রেস্টুরেন্টের ব্যবসা আছে। বাথরুমের মালামাল কিনতে চাচাতো ভাই আবু জাফর সিদ্দিক তারেককে সঙ্গে নিয়ে ঢাকার সিদ্দিকবাজার এলাকায় আসেন তিনি। গতকাল বিস্ফোরণে আবু জাফর তারেক (৩৪) ঘটনাস্থলে মারা গেছেন।
তিনি আরও বলেন, 'হাসপাতালে আসার পর মূসা উদ্ধারকারীদের কাছে তার বন্ধুর মোবাইল নম্বর বলেছিল। পরে আমরা খবর পেয়ে বার্ন ইনস্টিটিউটে আসি। এক বছর আগে মূসার বিয়ে হয়। তার স্ত্রীর নাম তামিমা আক্তার। তিন ভাই, তিন বোনের মধ্যে তৃতীয় ছিল মূসা।'
Comments