গুলিস্তানে বিস্ফোরণ

ভবন মালিককে জিজ্ঞাসাবাদ চলছে: ডিবি প্রধান

নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। ছবি: আসিফুর রহমান

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর ধসে পড়া ভবনটির মালিককে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'বিস্ফোরণে বিধ্বস্ত ভবনটির মালিককে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।'

মঙ্গলবার বিকেলে সিদ্দিকবাজারে ৭ তলা একটি ভবনের বেজমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক।

ডিবি প্রধান বলেন, 'এ ঘটনায় আমরা ছায়াতদন্ত করছি যে কীভাবে ঘটনাটি ঘটেছে। সে জন্য আমরা ভবনের মালিক, দোকানদার সবার সঙ্গে কথা বলছি। আমরা জিজ্ঞাসাবাদ করছি যে সেপটিক ট্যাংক কোথায় ছিল, সুয়ারেজ লাইন কোথায়, পানির রিজার্ভার কোথায়, গ্যাস লাইন, এসি। যেহেতু ভবনের ভেতরে যাওয়া যাচ্ছে না, তাই আমরা জিজ্ঞাসা করে জানছি।'

'১৯৯২ সালে ভবনের বেজমেন্ট ও প্রথম তলা করা হয়েছিল। অনেক বছর পর তারা সাত তলা করেছে। এটার যে গ্যারেজ, সেটা আর গ্যারেজ নেই। এটার সেপটিক ট্যাংকটি কোথায়, সেটি ভবনের মালিকও বলতে পারছেন না,' বলেন তিনি।

হারুন অর রশিদ আরও বলেন, 'এখানে অনেকগুলো বিষয় আমাদের তদন্তে নিয়ে আসছি। ভবনে ভেন্টিলেশন নেই, বাতাস আসা-যাওয়া করতে পারে না, নিচতলার পুরোটা কাচ দিয়ে ঘেরা, এসি সার্ভিসিং করা হয়নি অনেকদিন ধরে। এসব ছাড়াও, এতগুলো দোকান সেখানে, সিসিটিভি ক্যামেরা আছে, সেগুলো ফাঁকি দিয়ে বিস্ফোরক আনা যায় কি না, সবই আমাদের তদন্তের মধ্যে আছে।'

Comments

The Daily Star  | English

Operation Devil Hunt: 1,308 arrested so far

274 people were arrested from metropolitan cities, while 1,034 were detained from different parts of the country

32m ago