গুলিস্তানে বিস্ফোরণ

নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার

গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রাশেদ সুমন/স্টার

গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা দুর্ঘটনা। তবে কী কারণে বিস্ফোরণ হলো সেটা আমাদের বিভিন্ন সংস্থা খতিয়ে দেখছে। বোমা বিশেষজ্ঞসহ অন্যান্য বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়েছেন। তারা তদন্ত করে দেখছেন এটা নাশকতা নাকি দুর্ঘটনা।

এদিকে, সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশের ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন। বিকেল ৪টা ৫০ মিনিটে এই বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

রাত পৌনে ৮টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বিস্ফোরণস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Jamaat chief collapses twice, continues to speak

He continued addressing the rally while seated on the stage

52m ago