নারায়ণগঞ্জে ‘গ্যাস লিকেজ থেকে’ আগুন, দগ্ধ ৫

নারায়ণগঞ্জে ‘গ্যাস লিকেজ থেকে’ আগুন, দগ্ধ ৫
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে এক দম্পতিসহ ৫ জন দগ্ধ হয়েছেন। পুলিশের ধারণা, গ্যাস লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

আজ রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- আল আমিন (৩০), তার স্ত্রী সুখী আক্তার (২৫), মো. রফিক (৩৫), আলেয়া বেগম (৬৫) ও জামাল উদ্দিন (৪৫)।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, দুপুর দেড়টার দিকে দোতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হলে ওই ৫ জন দগ্ধ হন।

তিনি বলেন, 'আমরা ধারণা করছি, গ্যাসের পাইপলাইনে ফুটো থেকে বাড়িতে গ্যাস জমে ছিল। কেউ একজন ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গেসঙ্গে আগুন ধরে যায়।'

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের লিডার মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই বাড়িতে যান। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে নিয়ে যান।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

1h ago