মিরপুরে প্রাইভেট কার চাপায় শিশু নিহত

প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর মিরপুরের জনতা হাউজিংয়ের ৩ নম্বর রোডে প্রাইভেট কার চাপায় সাকিব (২) নামের এক শিশু নিহত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব জনতা হাউজিংয়ের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার চালক জামাল উদ্দিনের ছেলে।

জামাল উদ্দিন জানান, তার ৪ সন্তানের মধ্যে সবার ছোট সাকিব। আজ বিকেল ৪টার দিকে সে বাসার সামনের গলিতে খেলছিল। এ সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় ডেল্টা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

মিরপুর থানা ওসি মো. মহসিন জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং গাড়ির চালক সুজন ব্যাপারিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সুজন দাবি করেছেন, তিনি ওই গলি দিয়ে গাড়ি চালানোর সময় শিশুটি দৌড়ে গাড়ির সামনে এসে পড়ে। তিনি গাড়ি থামানোর আগেই চাপা পড়ে শিশুটি।

এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন।

Comments