ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় ৩ অটোরিকশা আরোহীর মৃত্যু

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অন্তত ৩ অটোরিকশা আরোহীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে ১২টার দিকে ভূঞাপুরের মদনবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ফজলুল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তারা অটোরিকশার যাত্রী বলে জানান তিনি।

পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেক শিশুর মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পারভেজ আহমেদ পরাগ দ্য ডেইলি স্টারকে জানান, মৃত অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়। এ ছাড়া দুর্ঘটনায় আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ভূঞাপুর থানার উপপরিদর্শক ইয়াকুব আলী দ্য ডেইলি স্টারকে জানান, দুপুর ১২টার দিকে জামালপুরগামী ট্রেনটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।   

লেভেল ক্রসিংটি অননুমোদিত এবং সেখানে কোনো গেটম্যান নেই বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
The BNP has submitted 62 constitutional reform proposals to the Constitution Reform Commission.

BNP proposes term limit for PM, reinstating caretaker government

The party presented 62 proposals to the Constitution Reform Commission

3h ago