ঘন কুয়াশায় ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: সংগৃহীত

ফরিদপুরে ঘন কুয়াশার মধ্যে চিনিবাহী একটি চলন্ত ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় মা ও তার ২ বছরের শিশুসন্তানসহ ৩ জন নিহত হয়েছেন। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই নিহত হন ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের জুয়েল শেখের স্ত্রী লাবনী বেগম (৩৮)। পরে হাসাপাতালে নেওয়ার পথে মারা যায় তার ২ বছরের শিশুকন্যা জয়নব আক্তার(২) ও একই এলাকার টিটুল শেখের মেয়ে সুরাইয়া আক্তার (১৭)।

এই দুর্ঘটনায় আহত ৩ জনের পরিচয় জানা যায়নি। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গার দিকে ১৬ টন চিনি নিয়ে একটি ট্রাক যাচ্ছিল। এ  সময় প্রচুর কুয়াশার কারণে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। এ অবস্থায় পেছনে থাকা ব্যাক্তিগত গাড়িটি ট্রাকে ধাক্কা দেয়। নিহত-আহদের সবাই ওই গাড়ির যাত্রী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন,  এ ঘটনায় ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: CA offers full support to probe body

Commission receives 1,600 complaints so far

33m ago