টাঙ্গাইল ও ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলের বাসাইলে ও ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা ৭টায় বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে করাতিপাড়া বাইপাস এলাকায় বাসচাপায় ১ ব্যাংক কর্মকর্তাসহ ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

নিহতরা হলেন-বাসাইল উপজেলার ময়থা গাছপাড়া গ্রামের বাসিন্দা ও কৃষি ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন (৫৫) এবং নাগরপুরের বাসিন্দা ও করটিয়ার একটি কোচিং সেন্টারের পরিচালক রেজাউল করিম (৩২)। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্লা টুটুল দ্য ডেইলি স্টারকে জানান, নিহত দুজন মোটরসাইকেলে দেলদুয়ার থেকে করটিয়া যাচ্ছিলেন। 

পথে করাতিপাড়া বাইপাসে উত্তরবঙ্গগামী এস আই পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান তিনি। 

ধামরাই

এদিকে ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীর আলম ওরফে জানে আলম (২৫) ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার বাসিন্দা এবং সে একটি এনজিওতে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন। 

নিহতের চাচা ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ধামরাই থেকে মোটরসাইকেলে কাঁঠালিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন জাহাঙ্গীর। পথে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপে ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান।' 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

Comments

The Daily Star  | English

Manmohan Singh passes away

Former Indian Prime Minister Manmohan Singh, considered the architect of India’s economic reforms, after decades of quasi- socialist system, died tonight at the All India Institute of Medical Sciences (AIIMS) in New Delhi

51m ago