যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ী থানার ডেমরা রোডে ট্রাকের ধাক্কায় সেকান্দার আলী (৫০) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ডেমরা রোডের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আছাদুজ্জামান বলেন, 'সকালে একটি ভ্যানে করে কাজে যাচ্ছিলেন সেকান্দার। তিনি ভ্যানের পেছনে বসা ছিলেন। তখন পেছন থেকে ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে চাকার নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।'

ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সেকান্দারের সহকর্মী ইউসুফ আলী জানান, সেকান্দারের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। তিনি ধলপুরের পোড়া বস্তিতে থাকতেন। দিনমজুর হিসেবে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

Comments

The Daily Star  | English

Four killed in Faridpur as train hits microbus on level crossing

The accident occurred around 12:30pm at Munshibazar area in Faridpur Sadar

18m ago