রাজবাড়ীতে ট্রাকচাপায় পোস্টমাস্টার নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজবাড়ীতে ট্রাকচাপায় একজন পোস্টমাস্টার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর একজন।

আজ শনিবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চন্দ্রিমা মণ্ডল (২৭) রাজবাড়ীর পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি চন্দ্রিমা হাটবনগ্রাম পোস্ট অফিসের পোস্ট মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী অপূর্ব কুমার মণ্ডল। এই দম্পতির একটি মেয়ে রয়েছে।

এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পোস্টমাস্টার অবনি মোহন বিশ্বাস (৬৩)। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। অবনি পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি হোসেনডাঙ্গা পোস্ট অফিসের পোস্টমাস্টার হিসেবে কর্মরত। আহত অবস্থায় তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অবনি মোহন বিশ্বাস বলেন, 'রাজবাড়ী প্রধান ডাকঘরে আমাদের প্রশিক্ষণ ছিল। প্রশিক্ষণ শেষ করে আমরা একসঙ্গে ফিরছিলাম। চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক আমার মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে চন্দ্রিমা মোটরসাইকেল থেকে ছিটকে যায় এবং ট্রাকটি তাকে চাপা দেয়।'

পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে।

চন্দ্রিমার স্বামী অপূর্ব কুমার বিশ্বাস বলেন, 'প্রশিক্ষণে যাওয়ার আগে আমার সঙ্গে ফোনে কথা হয়ে ছিল। দুপুরের দিকে বাড়িতে ফেরার কথা ছিল তার। দুপুরে আমার স্ত্রীর ফোন থেকে একটি কল আসে। রিসিভ করার পর জানতে পারি, সে ঘটনাস্থলেই মারা গেছে।'

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদুজ্জামান বলেন, 'দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire: Trump

US President Donald Trump on Saturday said that India and Pakistan have agreed to a "full and immediate ceasefire," amid both countries launching strikes and counter-strikes against each other's military installations

24m ago