গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

নিহত অংকন বিশ্বাস (২২) তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে। তিনি খুলনা কৃষি বিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক মনোজ কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাস্ট্যান্ডের এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অংকন বিশ্বাসসহ কয়েক জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অংকন বিশ্বাসের মৃত্যু হয় এবং ৫ জন আহত হন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

2h ago