খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

ধর্ষণ মামলায় সাবেক উপাচার্য কারাগারে

arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ধর্ষণ মামলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সাবেক উপাচার্য ড. শহীদুর রহমান খানকে কারাগারে পাঠিয়েছে খুলনার একটি আদালত।

আজ সোমবার বিকেলে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম এ আদেশ দেন। 

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহম্মেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত ১৩ মার্চ খুকৃবির সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ ধর্ষণের অভিযোগ করেন ওই বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তা। 

আদালতের আদেশে পরদিন সোনাডাঙ্গা থানায় মামলার এজাহার গ্রহণ করা হয়।

অ্যাডভোকেট ফরিদ আহম্মেদ বলেন, 'উপাচার্য ড. শহীদুর রহমান খান আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন। তবে বিচারক তা নামঞ্জুর করেছেন।'

গতকাল রোববার একই মামলায় রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার স্থায়ী জামিন পেয়েছেন বলে জানান তিনি।

ওই নারী কর্মকর্তা উপাচার্যের বিরুদ্ধে ধর্ষণ ও রেজিস্ট্রারের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনেন।

আদালতে সূত্রে জানা যায়, শহীদুর রহমান উপাচার্য থাকাকালে ওই নারী তাকে খাবার সরবরাহ করতেন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় খাবার দিতে গেলে রেজিস্ট্রারের সহযোগিতায় শহীদুর রহমান ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

শহীদুর রহমানের উপাচার্য পদের মেয়াদ শেষ হয় গত বছরের ১০ সেপ্টেম্বর।

Comments

The Daily Star  | English

Work begins to restore Dhaka’s waterways

Criticism on social media as advisers inaugurate work by walking down a red-carpeted pathway

8m ago