ট্রাকের চাপায় প্রাণ গেল ৩ বন্ধুর

নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। ছবি: সংগৃহীত

বেনাপোল-যশোর মহাসড়কের নতুনহাট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ যাত্রী হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ ইসলাম (১৮), দূর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান হোসেন (১৯) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে সালমান হোসেন (১৮)।

তারা নতুনহাট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহত আসিফ ইসলামের চাচা রনি হোসেন জানান, নিহত ৩ বন্ধুই একই কলেজের শিক্ষার্থী। আজ বিকেলে তারা ২টি মোটরসাইকেলে ৪ জন ঝিকরগাছা উপজেলার গদখালি ফুলের বাজারে ঘুরতে যায়। রাত সাড়ে ৯টায় বাড়ি ফেরার পথে নতুনহাট এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই ৩ বন্ধু নিহত হয়। তাদের আরেক বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, 'বেনাপোল- যশোর মহাসড়কের নতুনহাট এলাকায় ৩ কলেজশিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

Comments

The Daily Star  | English

Parking wealth under the Dubai sun

The city’s booming real estate has also been used by Bangladeshis as an offshore haven to park wealth for a big reason

12h ago