খুলনায় ট্রাকের ধাক্কায় এসআই নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হক (৫৪) নিহত হয়েছেন। তিনি খুলনা নগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন।

নিহত আব্দুল হকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়।

আজ বৃহস্পতিবার ভোররাত ১২টা ৫ মিনিটের দিকে খানজাহান আলী থানার সামনের আফিল গেট বাইপাস সড়কে দায়িত্ব পালনের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতে বিকেএসপির সামনে দায়িত্ব পালনের সময় একটি খালি ট্রাক এসআই আব্দুল হককে ধাক্কা দেয়।'

'তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোররাত পৌনে ১টার দিকে তিনি মারা যান।'

ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে উল্লেখ করে ওসি জানান, খানজাহান আলী থানায় আব্দুল হকের প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

'Second uprising, this time against corruption'

Says Jamaat chief at party's grand rally at Suhrawardy Udyan

9m ago