বগুড়ায় বাসচাপায় সেনা সদস্যসহ নিহত ২

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি। ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপালগঞ্জে বাসচাপায় এক সেনা সদস্যসহ ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- সেনা সদস্য ও শিবগঞ্জ উপজেলার কুমলিহার গ্রামের শাকিল আহমেদ (২৩) এবং এক কিশোরী (১৭)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. সোলাইমান গনি দ্য ডেইলি স্টারকে জানান, দুপুরে সেনা সদস্য শাকিল আহমেদ ও ওই কিশোরী মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। দুপুর ২টার দিকে রহবল এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান।

'নিহত সেনা সদস্যের সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে পুলিশ তার ঠিকানা নিশ্চিত করেছে। তবে শাকিল আহমেদের সঙ্গে মোটরসাইকেলে থাকা কিশোরীর পরিচয় এখনও জানা যায়নি', যোগ করেন তিনি।

শিবগঞ্জের মোকালতলা ফাঁড়ির ইনচার্জ আশিক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ বাসচালককে আটক করেছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ মামলা করবে। মরদেহগুলো গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

7h ago