হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মাহাথির
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বিন মোহাম্মদ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি একটি বিশেষায়িত হৃদরোগ হাসপাতালে ৪ দিন ভর্তি ছিলেন।
আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার সাবেক নেতা মাহাথির (৯৮) ২ মেয়াদে মোট ২৪ বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
মঙ্গলবার সংক্রমণের চিকিৎসার জন্য কুয়ালালামপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে ভর্তি হন মাহাথির। নাম না প্রকাশের শর্তে মাহাথিরের এক ঘনিষ্ঠ সহযোগী জানান, তাকে 'পর্যবেক্ষণে' রাখা হয়েছিল।
শুক্রবার সূত্র নিশ্চিত করেন, 'হ্যাঁ, মাহাথির হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।'
তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে মাহাথির বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অন্তত ২ বার হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। তার হৃদযন্ত্রে ২ বার বাইপাস সার্জারিও করা হয়েছে।
২০২১ এর ডিসেম্বর ও ২০২২ এর জানুয়ারিতে বেশ কয়েকদিনের জন্য তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত মালয়েশিয়ার নেতৃত্ব দেওয়ার পর ২০১৮ সালে আবারও, ৯২ বছর বয়সে তিনি নতুন এক জোট গঠন করে ক্ষমতায় ফেরেন।
অভ্যন্তরীণ কোন্দলে ২০২০ সালে জোট সরকারের পতন ঘটে।
২০২২ সালের সাধারণ নির্বাচনে হেরে গেলেও মাহাথির মালয়েশিয়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে লড়ার প্রচেষ্টা চালাচ্ছেন।
Comments