সামরিক মহড়ায় নতুন ড্রোন, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শনী উত্তর কোরিয়ার

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও চীনের পলিটব্যুরো সদস্য লি হংঝং এর সঙ্গে ভিআইপি স্ট্যান্ডে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল কিম প্যারেডে অংশ নেওয়া হাজারো সেনাদের উদ্দেশ্যে অভিবাদন জানান। ছবি: এএফপি
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও চীনের পলিটব্যুরো সদস্য লি হংঝং এর সঙ্গে ভিআইপি স্ট্যান্ডে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল কিম প্যারেডে অংশ নেওয়া হাজারো সেনাদের উদ্দেশ্যে অভিবাদন জানান। ছবি: এএফপি

রাশিয়া ও চীন থেকে আসা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে একটি সামরিক মহড়ায় যোগ দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এই মহড়ায় নতুন ড্রোন ও পিয়ংইয়ংয়ের পারমাণবিক সক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।

আজ শুক্রবার বার্তাসংস্থা এএফপি উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কিম ইল সুং চত্বরে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মহড়া চলে। এতে ট্রেলারের সঙ্গে অন্তত ৪টি নতুন সামরিক ড্রোন প্রদর্শন করা হয়।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও চীনের পলিটব্যুরো সদস্য লি হংঝং এর সঙ্গে ভিআইপি স্ট্যান্ডে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল কিম প্যারেডে অংশ নেওয়া হাজারো সেনাদের উদ্দেশ্যে অভিবাদন জানান।

করোনাভাইরাস মহামারির পর এটাই উত্তর কোরিয়ার কোনো অনুষ্ঠানে প্রথমবারের মতো বিদেশী অতিথিদের যোগ দেওয়ার ঘটনা।

কোরিয়া যুদ্ধে অস্ত্রবিরতির ৭০তম বার্ষিকী (যেটাকে উত্তর কোরিয়ায় বিজয় দিবস হিসেবে পালন করা হয়) পালন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন কিম।

অনুষ্ঠানে কিম সেনাদের উদ্দেশ্যে 'উষ্ণ সামরিক অভিবাদন' জানান এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্যাং সুন নাম বক্তব্য রাখেন।

তিনি জানান, 'উত্তর কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্রের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই।'

তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো ধরনের সশস্ত্র হামলা চালানোর চেষ্টা করলে, 'অকল্পনীয় ও নজিরবিহীন সংকটের' সৃষ্টি হবে।

 

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

5h ago