পুতিন 'ঘনিষ্ঠতম' বন্ধু, বললেন কিম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ফাইল ছবি: ডয়চে ভেলে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ফাইল ছবি: ডয়চে ভেলে

রাশিয়াকে নতুন বছরের শুভেচ্ছাবার্তা দিয়ে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রধান। সেখানেই পুতিনকে ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে চিহ্নিত করেছেন কিম।

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। দুই দেশ আরো বেশি কাছাকাছি এসেছে।

আজ মঙ্গলবার, বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছাবার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন কিম।

চিঠিতে রাশিয়ার জনগণ ও 'সাহসী সেনা'দের শুভেচ্ছা জানিয়েছেন কিম।

চিঠিতে কিম লিখেছেন, তিনি আশাবাদী ২০২৫ সালে দুই দেশের মধ্যে ২০২৪ সালের চেয়েও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে।  

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ফাইল ছবি: ডয়চে ভেলে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ফাইল ছবি: ডয়চে ভেলে

চিঠিতে ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ২০২৫ সালে নিও নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সফল হবে। জয় লাভ করবে।

উল্লেখ্য, ইউক্রেন সম্প্রতি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারা উত্তর কোরিয়ার সেনা সদস্যদের মোকাবিলা করেছে। অর্থাৎ, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। দক্ষিণ কোরিয়া ও যুক্ত্রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করছে।

শুধু তাই নয়, উত্তর কোরিয়া রাশিয়াকে নিয়মিত অস্ত্র ও গুলি পাঠাচ্ছে বলেও অভিযোগ আছে।

কিম এসব অভিযোগ মেনেও নেননি, অস্বীকারও করেননি।

অভিযোগমতে, উত্তর কোরিয়ার অন্তত এক হাজার সেনা কুরস্ক সীমান্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আহত হয়েছে। তাদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

২০২২ সাল থেকে রাশিয়া এবং উত্তর কোরিয়া নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। দুই দেশ একাধিক চুক্তি করেছে। যার মধ্যে অন্যতম সামরিক চুক্তি।

রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে দেখা করে এসেছেন কিম। পুতিনও উত্তর কোরিয়ায় গেছেন। তখনই দুই দেশের মধ্যে সামরিক চুক্তি হয়েছে।

রয়টার্স, এপি, এএফপি

Comments

The Daily Star  | English

Cops charge batons, fire tear shells as students enter Secretariat

40 of the injured were brought to Dhaka Medical College Hospital

2h ago