পাকিস্তানে তেলবাহী পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১৮

পাকিস্তানে দুর্ঘটনা কবলিত বাস থেকে এক নিহত যাত্রীর মরদেহ বের করছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি
পাকিস্তানে দুর্ঘটনা কবলিত বাস থেকে এক নিহত যাত্রীর মরদেহ বের করছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি

পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস ডিজেল বহনকারী পিকআপকে ধাক্কা দিলে বাসটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় ১৮ ব্যক্তি আগুনে পুড়ে নিহত হন।

আজ রোববার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

পাকিস্তানের পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশের পিন্ডি ভাট্টিয়ান শহরের কাছাকাছি মহাসড়কে স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ফাহাদ আহমেদ ফোনে এএফপিকে বলেন, '৫ মিনিটের মধ্যে পুরো বাস আগুনের লেলিহান শিখায় ঢেকে যায়। ১৮ মানুষ জ্যান্ত পুড়ে মারা গেছেন। আরও ১৬ জন আহত হন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।'

'সম্ভবত বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন', যোগ করেন পুলিশ কর্মকর্তা ফাহাদ।

জাপানের সুজুকি ব্র্যান্ডের পিকআপ ভ্যানে ডিজেল ও পেট্রলের ড্রাম রাখা ছিল।

পাকিস্তানে দুর্ঘটনা কবলিত বাস থেকে এক নিহত যাত্রীর মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: এএফপি/পাকিস্তান রেসকিউ সার্ভিস
পাকিস্তানে দুর্ঘটনা কবলিত বাস থেকে এক নিহত যাত্রীর মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: এএফপি/পাকিস্তান রেসকিউ সার্ভিস

পাকিস্তানের সড়কে নিরাপত্তার রেকর্ড খারাপ হওয়ার পেছনে সংশ্লিষ্টরা ভাঙাচোরা মহাসড়ক, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও চালকদের বেপরোয়া মনোভাবকে দায়ী করেন।

যাত্রীবাহী বাস প্রায়ই ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করে এবং যাত্রীরা সাধারণত সিট বেল্ট বাঁধেন না। যার ফলে এ ধরনের দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে যায়।

জানুয়ারিতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে যায় এবং বাসটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় অন্ত ৪০ জন নিহত হয়েছিলেন।

 

Comments

The Daily Star  | English

Time to build the country after overcoming dictatorship: Tarique

Highlights need to build skilled generations across all sectors

2h ago