পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৩
পাকিস্তানে পেশোয়ারের পুলিশ লাইনস এলাকায় একটি মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা এএফপি আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম খান জানান, রাতে আরও কিছু মরদেহ হাসপাতালে এসে পৌঁছেছে।
এর আগে আসিম জানিয়েছিলেন, মৃতের সংখ্যা ৫৯ ও আহতের সংখ্যা ১৫৭ জন।
পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ায় উদ্ধার অভিযান চলছে। শহরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে।
জিও টিভি জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মোহাম্মদ আজম খান আজ মঙ্গলবার এই প্রদেশে শোক দিবসের ঘোষণা দিয়েছেন। আজ সারাদিন এই প্রদেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
তিনি একইসঙ্গে ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন, যে এই মর্মান্তিক ঘটনার পর প্রাদেশিক সরকার তাদের পাশেই থাকবে।
ইতোমধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পেশোয়ারে এসেছেন। সেখানে তাকে বিস্ফোরণের ঘটনাটির খুঁটিনাটি নিয়ে ব্রিফিং দেওয়া হয়।
তিনি আহতদের সঙ্গে দেখা করতে লেডি রিডিং হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আসিম মুনির, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে বলে ডন ও জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
Comments