পেশোয়ারে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৩২, আহত ১৪৭

পেশোয়ারে পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে বিস্ফোরণ হয়েছে। ছবি: ডন থেকে নেওয়া

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে বিস্ফোরণে ৩২ জন নিহত এবং ১৪৭ জন আহত হয়েছে।

আজ সোমবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ হতাহতের তথ্য নিশ্চিত করে ডনকে বলেন, মসজিদের ভেতরে উদ্ধার অভিযান চলছে। পুরো শহরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের সর্বোচ্চ চিকিত্সা সুবিধা দেওয়া হচ্ছে।

এদিকে লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম ডনকে জানান, আহতদের এখনো হাসপাতালে আনা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে থাকা ডনের সংবাদদাতা জানান, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। মসজিদের ভেতরে পুলিশ, সেনাবাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডের সদস্যরা উপস্থিত ছিলেন। ভবনটির একটি অংশ ধসে পড়েছে এবং বেশ কয়েকজন চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, মসজিদের ধসে পড়া দেওয়ালের চারপাশে মানুষ জড়ো হচ্ছেন।

রেড জোনে যাওয়ার রাস্তাও বন্ধ করে দিয়েছে পুলিশ। মসজিদে বোমা রাখা হয়েছিল নাকি আত্মঘাতী হামলা ছিল তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে গত বছর পেশোয়ারে কোচা রিসালদার এলাকার একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে ৬৩ জনের মৃত্যু হয়েছিল।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

4h ago