ইরানে কারাগারে অগ্নিকাণ্ডে ৪ বন্দীর মৃত্যু, আহত ৬১
ইরানের তেহরানের এভিন কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ বন্দী মারা গেছেন, আহত হয়েছেন ৬১ জন।
আজ রোববার ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। গতকাল শনিবার এ আগুন লাগে।
সরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, কারাগারটিতে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। যারা মারা গেছেন, তারা ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে মারা গেছেন।
ইরানের নীতি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাহসা আমিনির (২২) মৃত্যুর ঘটনায় চলমান অস্থিরতার মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
কর্তৃপক্ষ আগুনে মৃতের সংখ্যা প্রকাশ করার আগে কারাগারটির কয়েকজন রাজনৈতিক বন্দীর পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এভিনে বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানায়। এ কারাগারটিকে ২০১৮ সালে মার্কিন সরকার 'গুরুতর মানবাধিকার লঙ্ঘনের' জন্য কালো তালিকাভুক্ত করেছিল।
Comments