‘মুখ বন্ধ রাখুন’ দক্ষিণ কোরিয়াকে উত্তরের হুঁশিয়ারি
বৈশ্বিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ত্যাগের বিনিময়ে আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়ায় তোপের মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং কড়া ভাষায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের 'উদ্ধত পরিকল্পনা'র সমালোচনা করেছেন।
আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
কিম ইয়ো জং বলেন, 'সবচেয়ে ভালো হয় যদি তিনি মুখ বন্ধ রাখেন।' তার মতে, ইউন সুক-ইওলের আচরণ 'শিশুসুলভ'।
'চা-বিস্কুটের বিনিময়ে কেউ নিজের ভাগ্য বেচে দেন না,' যোগ করেন কিমের বোন।
প্রতিবেদনে বলা হয়, এই প্রথম উত্তর কোরিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এমন কড়া ভাষায় দক্ষিণ কোরিয়ার কোনো শীর্ষ কর্মকর্তার সমালোচনা করলেন।
এতে আরও বলা হয়, এর আগেও বিভিন্ন সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টরা উত্তর কোরিয়াকে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় দক্ষিণের নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের ১০০ দিন উপলক্ষে গত বুধবার সিউলে সংবাদ সম্মেলনে এমন প্রস্তাব দেন।
প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের এ প্রস্তাব যে পিয়ংইয়ংয়ের মেনে নেওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই তা স্পষ্ট।
কিম জং উনের এমন মন্তব্যে 'গভীর দুঃখ' প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণমন্ত্রী কউন ইয়ং-সি। দেশটির পার্লামেন্টে তিনি কিমের বক্তব্যকে 'অসম্মানজনক ও অশালীন' বলে মন্তব্য করেছেন।
Comments