জাপানের প্রধানমন্ত্রী কিশিদা করোনায় আক্রান্ত
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনায় আক্রান্ত হয়েছেন। টোকিওতে তিনি তার রাষ্ট্রীয় বাসভবনে বিশ্রামে আছেন।
আজ সোমবার সংবাদমাধ্যম জাপান টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, জাপান যখন করোনার সপ্তম ঢেউ মোকাবিলা করছে তখন দেশটির প্রধানমন্ত্রী এতে আক্রান্ত হলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল শনিবার রাত থেকে কিশিদা হালকা জ্বর ও কাশিতে ভুগছেন। আজ সকালে পিসিআর পরীক্ষা পর তার করোনা শনাক্ত হয়।
আফ্রিকার উন্নয়ন নিয়ে এক সম্মেলনে তিউনিশিয়ায় যাওয়ার কথা ছিল ৬৫ বছর বয়সী কিশিদার। তা বাতিল করা হয়েছে। তবে তিনি টোকিও থেকে ভার্চুয়ালি ওই সম্মেলনে অংশ নেবেন।
সপ্তাহখানেক ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার পরই কিশিদার করোনা শনাক্ত হলো বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাপান টাইমস বলছে, আজ টোকিওতে ২৪ হাজার ৭৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।
Comments