ট্রেন থেকে নেমে আরেক ট্রেনের নিচে, মহারাষ্ট্রে মৃত্যু ৬
ভারতের মহারাষ্ট্রে ট্রেন থেকে লাফিয়ে নেমে আরেক ট্রেনে অন্তত ছয়জন কাটা পড়েছেন।
আজ বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের জলগাঁও জেলায় ঘটেছে এ দুর্ঘটনা।
রেলওয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে।
মুম্বাই থেকে লখনৌগামী পুষ্পক এক্সপ্রেসের একটি বগিতে বৈদ্যুতিক গোলযোগ ও স্ফুলিঙ্গ দেখা দিলে চেইন টেনে ট্রেন থামানোর চেষ্টা করেন যাত্রীরা। আগুনের ভয়ে কিছু যাত্রী ট্রেন থেকে নেমে যান। এসব যাত্রীদের অনেকেই তখন বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসে কাটা পড়েন।
রেলওয়ের কর্মকর্তারা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
Comments