মহারাষ্ট্রে ঝড়ে উপড়ে পড়া গাছচাপায় নিহত ৭

স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এক মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠান চলার সময় তুমুল বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। ঝড়-বৃষ্টির হাত থেকে বাঁচতে পূণ্যার্থীরা পাশে এক টিনের ছাউনির নিচে আশ্রয় নেন। ঝড়ের আঘাতে নিমগাছটি গুঁড়িসহ উপড়ে টিনের ছাউনির ওপর পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
ঘটনা সম্পর্কে জানার পর জরুরি সেবাদাতা সংস্থাগুলো উদ্ধার কার্যক্রমে এগিয়ে আসে। খননযন্ত্র ব্যবহার করে গাছের গুঁড়ি ও বিধ্বস্ত ছাউনি তুলে আনা হয়।ছবি: টুইটার
ঘটনা সম্পর্কে জানার পর জরুরি সেবাদাতা সংস্থাগুলো উদ্ধার কার্যক্রমে এগিয়ে আসে। খননযন্ত্র ব্যবহার করে গাছের গুঁড়ি ও বিধ্বস্ত ছাউনি তুলে আনা হয়।ছবি: টুইটার

ভারতের মহারাষ্ট্রের আকোলায় এক মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠান চলার সময় গাছচাপা পড়ে অন্তত ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যায় ঝড়ে সেখানে একটি বড় নিমগাছ উপড়ে পড়ে।

আজ সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এক মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠান চলার সময় তুমুল বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। ঝড়-বৃষ্টির হাত থেকে বাঁচতে পূণ্যার্থীরা পাশে এক টিনের ছাউনির নিচে আশ্রয় নেন। ঝড়ের আঘাতে নিমগাছটি গুঁড়িসহ উপড়ে টিনের ছাউনির ওপর পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ গণমাধ্যমকে জানায়, অন্তত ৩৫ থেকে ৪০ ব্যক্তি টিনের চালের নিচে চাপা পড়েন এবং তাদের মধ্যে ৭ জন প্রাণ হারান।

আহত ৫ জনকে আকোলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা সম্পর্কে জানার পর জরুরি সেবাদাতা সংস্থাগুলো উদ্ধার কার্যক্রমে এগিয়ে আসে। খননযন্ত্র ব্যবহার করে গাছের গুঁড়ি ও বিধ্বস্ত ছাউনি তুলে আনা হয়।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, 'পুলিশের কালেক্টর ও মহাপরিদর্শক তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা আহতদের সুচিকিৎসার বিষয়টির তদারকি করছেন। আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি।'

'মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের পরিবারের জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে,' যোগ করেন তিনি।

 

Comments