অনুপ্রবেশকারী বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগ পোশাককর্মী: আসামের মুখ্যমন্ত্রী

হিমন্ত বিশ্ব শর্মা | ছবি: সংগৃহীত

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, সম্প্রতি বাংলাদেশ থেকে আসামে যারা অনুপ্রবেশ করেছে তাদের বেশিরভাগই বাংলাদেশের পোশাককর্মী এবং তারা তামিলনাড়ুতে গিয়ে একই খাতে কাজ করতে আগ্রহী।

অনুপ্রবেশকারীদের মধ্যে কেউ হিন্দু ধর্মাবলম্বী নেই, দাবি তার।

আজ বুধবার আসামের রাজধানী গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হিমন্ত শর্মা বলেন, 'বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সে দেশের পোশাক শিল্প ভেঙে পড়েছে। তাই এ খাতের শ্রমিকরা সীমান্ত পেরিয়ে চলে আসার চেষ্টা করছেন।'

তিনি বলেন, 'তারা তামিলনাড়ুতে গিয়ে পোশাক খাতে কাজ করার জন্য ভারতে প্রবেশের চেষ্টা করছেন এবং এখানকার শিল্প মালিকরা সস্তায় শ্রম পেতে তাদের উৎসাহিত করছেন।'

'আগরতলায় উত্তর-পূর্ব কাউন্সিলের (এনইসি) সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও আলোচনা করেছি,' বলেন আসামের মুখ্যমন্ত্রী।

হিমন শর্মা জানান, তিনি পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

শর্মা বলেন, 'বাংলাদেশে হিন্দুদের ওপর "নৃশংসতা" চললেও তারা আসতে চাইছেন না। তারা খুবই "পরিপক্ক আচরণ" করেছেন এবং গত পাঁচ মাসে কোনো বাংলাদেশি হিন্দু আসামে আসেননি।'

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

5h ago