উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১০৭

ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ছবি: এনডিটিভির সৌজন্যে

ভারতের উত্তর প্রদেশের হাতরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ১০৭ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, একজন ধর্মীয় প্রচারক হাতরাস জেলার সিকান্দ্রারাউ এলাকার রতিভানপুর গ্রামে তাবু টানিয়ে আয়োজিত 'সৎসঙ্গে' অনুসারীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ মনে করছে, অনুষ্ঠানস্থলে অনেক মানুষ থাকায় একপর্যায়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। এরপর অনেক মানুষ একসঙ্গে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয়।

এই আয়োজনটি যে সময়ে চলছিল তখন প্রচণ্ড গরম ছিল বলেও জানিয়েছে দেশটির পুলিশ।

ইন্সপেক্টর জেনারেল (আলীগড় রেঞ্জ) শলভ মাথুর বলেন, 'এটি ছিল ধর্ম প্রচারক ভোলে বাবার সৎসঙ্গ সভা।'

অবশ্য, অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন জানিয়েছেন, সৎসঙ্গ শেষ হওয়ার পর সবাই বের হওয়ার জন্য তাড়াহুড়ো করায় এ ঘটনা ঘটেছে।

ইটাহের সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব পুলিশ রাজেশ কুমার বলেছেন, হাতরাসের সিকান্দ্রারাও থানার সীমানার মধ্যে পদদলিত হয়ে নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। নিহতদের অধিকাংশই নারী।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদদলিত হয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছেন। আগ্রার অতিরিক্ত পুলিশ মহাপরিচালক এবং আলীগড়ের কমিশনার এই কমিটির নেতৃত্ব দেবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি বলেছেন, ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করতে এবং আহতদের যথাযথ চিকিৎসা দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
explanations sought from banks for unusual USD rates

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

2h ago