চাকরির নতুন শর্তে অসন্তোষ, অসুস্থতার দোহাই দিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০০ ক্রু ছুটিতে

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। ফাইল ছবি: সংগৃহীত
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। ফাইল ছবি: সংগৃহীত

ভারতীয় উড্ডয়ন সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এক নজিরবিহীন পরিস্থিতিতে পড়েছে। সংস্থাটির ৩০০ জ্যেষ্ঠ কেবিন ক্রু শেষ মুহূর্তে অসুস্থতার অজুহাত দেখিয়ে ছুটি নেয় এবং মোবাইল ফোন বন্ধ রাখে। যার ফলে সংস্থাটির অন্তত ৭৮ ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ব্যবস্থাপনা পর্ষদ বর্তমানে ক্রুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে। সূত্ররা জানিয়েছেন, ক্রুরা টাটা গ্রুপের মালিকানাধীন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভ পালন করছেন। চাকুরির নতুন এক শর্ত নিয়েই মূলত তাদের আপত্তি।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র জানান, 'আমাদের কিছু কেবিন ক্রু শেষ মুহূর্তে অসুস্থতার কথা জানিয়েছে। গতকাল রাত থেকে এই ধারা দেখা যাচ্ছে। যার ফলে কিছু ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়েছে। আমরা ক্রুদের সঙ্গে আলোচনা করে এই ঘটনার কারণ বোঝার চেষ্টা করছি। ইতোমধ্যে, আমরা সক্রিয়ভাবে যাত্রীদের সকল সমস্যা সমাধানের চেষ্টা করছি।'

মুখপাত্র বলেন, 'আমরা এই অপ্রত্যাশিত বিঘ্নের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং আমরা জোর দিয়ে বলতে চাই, বর্তমান পরিস্থিতি আমাদের সেবার মানদণ্ডের প্রতিফলন নয়।'

উড্ডয়নসংস্থাটি জানায়, যাদের ফ্লাইট বাতিল হয়েছে, তারা রিফান্ড পাবেন অথবা বাড়তি চার্জ ছাড়াই অন্য কোনো তারিখের ফ্লাইট বেছে নেওয়ার সুযোগ পাবেন।

অসংখ্য যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অনেকেই জানান, তারা ফ্লাইট বাতিলের বিষয়ে কোনো তথ্য পাননি।

অনেকে অভিযোগ করেন, বিমানবন্দরে পৌঁছানোর পর জানতে পেরেছেন, ফ্লাইট বাতিল হয়েছে।

বিক্ষোভের কারণ

সূত্ররা জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ক্রুরা অভিযোগ করেছেন, টাটা গ্রুপের সঙ্গে একীভূতকরণের পর থেকেই বৈষম্যের শিকার হচ্ছেন তারা।

তারা দাবি করেন, একীভূতকরনের পর ইন্টারভিউতে ভালো করা সত্ত্বেও তাদেরকে নিচু পদে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে।

ক্রুরা আরও অভিযোগ করেছেন, তাদের আর্থিক সুযোগসুবিধা কমিয়ে দেওয়া হয়েছে এবং যারা প্রতিবাদ করছেন, তাদেরকে চাকুরিচ্যুত করা হচ্ছে।

এ মুহূর্তে এআইএক্স কানেক্ট (সাবেক এয়ারএশিয়া ইন্ডিয়া) নামে অপর এক উড্ডয়নসংস্থার সঙ্গে একীভূতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।

এক মাস আগে টাটা গ্রুপের ফুল সার্ভিস ক্যারিয়ার ভিসতারা পাইলটদের বিক্ষোভের কারণে ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছিল।

ভিসতারাও এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

ভিসতারার পাইলটরা একীভূত প্রতিষ্ঠানে চাকরির নতুন চুক্তিতে উল্লেখিত আর্থিক সুযোগসুবিধা ও প্রস্তাবিত রোস্টার নিয়ে আপত্তি জানিয়ে বিক্ষোভে অংশ নেন।

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

3h ago