নিজ বাড়িতে পা পিছলে কপালে আঘাত পেলেন মমতা

ঘরের একটি আসবাবের সঙ্গে ধাক্কা লেগে কপালে আঘাত পান তিনি। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায় নিজ বাসায় পা পিছলে কপালে আঘাত পেয়েছেন।

তাকে মধ্য কলকাতার সরকারি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মমতার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দলের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে আঘাতপ্রাপ্ত মমতার ছবিসহ এক পোস্টে বলা হয়েছে, 'আমাদের চেয়ারপারসন আঘাত পেয়েছেন। তাকে প্রার্থনায় রাখুন।'

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, মুখ্যমন্ত্রী তার হরিশ চ্যাটার্জির বাড়িতে থাকা অবস্থায় আঘাত পেয়েছেন।

হাসপাতালের এক কর্মকর্তা জানান, দক্ষিণ কলকাতার বালিগঞ্জে একটি অনুষ্ঠান থেকে ফিরে আসার পরপরই মুখ্যমন্ত্রী মমতা পিছলে পড়েন এবং ঘরের একটি আসবাবের সঙ্গে লেগে মাথায় আঘাত পান।

তৃণমূলের জেনারেল সেক্রেটারি ও মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এর আগে ২০২১ সালের মার্চে নন্দীগ্রামে নির্বাচনী প্রচারণায় গিয়ে বাঁ পায়ে ও কাঁধে আঘাত পেয়েছিলেন মমতা।

 

Comments

The Daily Star  | English

NGO funding: Bangladesh needs to look for new sources

Bangladesh needs to look for alternative funding sources to keep the activities of NGOs that support the marginalised communities as foreign aid for the development sector continues to shrink, experts said.

10h ago