নন্দীগ্রামে ‘ধাক্কাধাক্কিতে’ মমতা আহত

ছবি: এনডিটিভি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে কিছু লোক ধাক্কা দিয়ে আহত করেছে বলে তিনি অভিযোগ করেছেন। এই ঘটনার ঘণ্টাখানেক আগে তিনি সেখানে বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেন।

হিন্দুস্তান টাইমস জানায়, ধাক্কাধাক্কিতে আহত হয়ে মমতা হাঁটতে না পারায় তাকে নিরাপত্তারক্ষীদের সাহাজ্য নিতে হয়।

অভিযোগ করে মমতা বলেন, ‘আমাকে ইচ্ছাকৃতভাবে চার-পাঁচ জন জন ধাক্কা দেয়।’

‘ঘটনাস্থলে কোনো পুলিশ ছিল না। তারা ইচ্ছাকৃতভাবে এটা করেছে। আমার বুকেও ব্যথা হচ্ছে,’ মমতা তার গাড়িতে বসে বলেন।

মুখ্যমন্ত্রীর এই অভিযোগ তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে বিজেপি।

বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গিয়া বলেন, ‘মমতা যখন পদযাত্রায় যান তখন তার পেছনে কমপক্ষে ১০০ জন পুলিশ ছিল। আমি মনে করি, এটা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। তার প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি আছে। তবে, এ ঘটনাকে তার এমনভাবে প্রচার করা উচিত না যে এটা বিরোধীরা করেছে।’

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

2h ago