বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় দিল্লির স্কুলগুলোতে আগাম শীতের ছুটি

দিল্লির দূষিত বাতাস শহরকে ধোঁয়াশায় আচ্ছন্ন করে রেখেছে। ছবি: স্টেটসম্যান
দিল্লির দূষিত বাতাস শহরকে ধোঁয়াশায় আচ্ছন্ন করে রেখেছে। ছবি: স্টেটসম্যান

বেশ কিছুদিন ধরে দিল্লির বাসিন্দারা বায়ু দূষণ নিয়ে বিপর্যস্ত। টানা ছয়দিন ধরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে আছে রাজ্যের বেশিরভাগ অংশ। পরিস্থিতি বিবেচনায় দিল্লির স্কুলগুলোতে আগাম শীতের ছুটির ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ

আজ বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি দিল্লির শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, আগামী কয়েকদিনও বৈরি আবহাওয়া অব্যাহত থাকবে।

কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষার্থীদের অগ্রিম শীতের ছুটি হিসেবে ৯ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সব স্কুল বন্ধ রাখা হবে।

পরিবেশমন্ত্রী গোপাল রাইর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অংশ নেন রাজ্যের শিক্ষামন্ত্রী অতিশি সিং, পরিবহনমন্ত্রী কৈলাশ গেহলট ও দিল্লি সরকারের অন্যান্য কর্মকর্তা।

সাধারণত দিল্লির স্কুলগুলোতে ডিসেম্বর-জানুয়ারিতে শীতের ছুটি দেওয়া হয়। নভেম্বরের এই ছুটি প্রথাগত শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার পরিবেশমন্ত্রী গোপাল রাই শুক্রবার পর্যন্ত অনলাইন ছাড়া সব ধরনের ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন। সে সময় শুধু দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় স্কুল বন্ধের সিদ্ধান্ত এসেছে।

দিল্লি সরকার দূষিত বায়ু নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়েও সাফল্য পাচ্ছে না। আজ সকালে দূষণের মাত্রা পরিমাপের সূচক একিউআই ছিল ৪২১। মঙ্গলবার বিকেল ৪টার একিউআই ছিল ৩৯৫।

দিল্লির রাজ্যের অন্যান্য অংশেও একই পরিস্থিতি চলছে। নয়দা ও গুরুগ্রামের একিউআই যথাক্রমে ৪০৯ ও ৩৭০।

 

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

9m ago