একসঙ্গে ৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল ভারত

শুক্রবার সফলভাবে ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপণ করে একসঙ্গে ৩টি কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেছে ভারতীয় মহাকাশ সংস্থা (আইএসআরও)। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী ছোট স্যাটেলাইট উৎক্ষেপণের বাজার দখলের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়েছে ভারত।

আজ শুক্রবার সফলভাবে ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপণ করে একসঙ্গে ৩টি কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেছে ভারতীয় মহাকাশ সংস্থা (আইএসআরও)।

ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলটিতে (এসএসএলভি) শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে  স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল- এসএসএলভি-ডি২, মার্কিনভিত্তিক ফার্ম আন্টারিস জানুস-১ এবং চেন্নাই-ভিত্তিক স্পেস স্টার্ট আপ স্পেসকিডজের আজাদিস্যাট-২ উৎক্ষেপণ করা হয়।

এর আগে 'স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলে'র প্রথম সংস্করণের উৎক্ষেপণ হয়েছিল গত বছর ৯ আগস্ট। তবে সেই উৎক্ষেপণ পুরোপুরি সফল হয়নি। কক্ষপথ থেকে কিছুটা সরে গিয়েছিল রকেটটি।

এই এসএসএলভি রকেটগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় ৫০০ কেজি পেলোড নিয়ে যেতে পারে। কম খরচে মহাকাশে উপগ্রহ পাঠাতে এই রকেট উপযোগী।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

14h ago