পুলিশের গুলিতে আহত ওডিশার স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু

ওডিশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস
ওডিশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস। ছবি: সংগৃহীত

পুলিশ কর্মকর্তার গুলিতে আহত ভারতের ওডিশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস (৫৭) মারা গেছেন।

আজ রোববার চিকিৎসাধীন অবস্থায় ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

অ্যাপোলো হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, বুলেটে স্বাস্থ্যমন্ত্রীর হৃদপিণ্ড জখম হয় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। তাকে জরুরি আইসিইউ সেবা দেওয়া হয়। কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়েও তাকে বাঁচানো যায়নি।

এর আগে আজ ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগর শহরে একটি জনসভায় যোগ দিতে যাওয়ার সময় কিশোর দাসকে গুলি করেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল দাস। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলার কারণ এখনো স্পষ্ট নয়।

নব কিশোর দাসের মৃত্যুতে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক শোক প্রকাশ করেছেন। ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Those involved in Ijtema ground deaths won't be spared: home adviser

The home adviser met with both factions of Tabligh Jamaat today at the Secretariat

1h ago