হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং

হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং
সুখবিন্দর সিং সুখু। ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের পরবর্তী হচ্ছেন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সুখবিন্দর সিং সুখু। ৫৮ বছর বয়সী সুখু হামিরপুর জেলার নাদৌনের বিধায়ক। আগামীকাল সকাল ১১টায় তিনি শপথ নেবেন।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হিমাচল প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুখু ৪ বারের বিধায়ক এবং তাকে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

হিমাচলের কংগ্রেস নেতা আনন্দ শর্মা টুইট করেন, 'একটি সাধারণ পরিবারের সন্তান আমাদের মুখ্যমন্ত্রী হবেন, এটা গর্বের বিষয়। সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গেজি, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ। আমাদের নতুন মুখ্যমন্ত্রী সুখুকে শুভেচ্ছা ও সমর্থন।'

শিমলার হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ের সক্রিয় কর্মী হিসেবে বীরভদ্র সিং ও সুখু ১৯৮০ দশকের শেষের দিকে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার রাজ্য ইউনিটের নেতৃত্ব দিয়েছিলেন।

চলতি বছর হিমাচল বিধানসভা নির্বাচনে ৬৮টি আসনের মধ্যে ৪০টি আসনে জিতে ক্ষমতায় আসে কংগ্রেস।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago