গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেপ্তার

অনুব্রত মণ্ডল। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে আজ বৃহস্পতিবার গরু পাচার মামলায় গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়ে বলেছে, গ্রেপ্তারের পর বীরভূমের এই নেতাকে আসানসোল আদালতে নিয়ে যাওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, সিবিআই অনুব্রত মণ্ডলকে ১৪ দিন হেফাজতে নেওয়ার আবেদন করলেও আদালত ৯ দিনের আবেদন মঞ্জুর করেছেন। ফলে ২০ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন তিনি।  

আজ রাতে তাকে কলকাতায় নিয়ে সিবিআইয়ের নিজাম প্যালেস অফিসে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এদিকে, গ্রেপ্তারের পর অনুব্রতকে আদালতে নিয়ে যাওয়ার সময় সময় দলীয় পতাকা হাতে বিক্ষোভ করেন সিপিএম ও বিজেপির সমর্থকরা। বিক্ষোভকারীদের এ সময় অনুব্রতকে লক্ষ্য করে 'চোর চোর' বলতে শোনা যায়।

 

Comments

The Daily Star  | English
political reform in Bangladesh

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

10h ago