মহাকাশে নতুন রকেট পাঠালো ভারত

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) এসএসএলভি-ডি১ রকেট। ছবি: আইএসআরও টুইটার পেজ থেকে
ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) এসএসএলভি-ডি১ রকেট। ছবি: আইএসআরও টুইটার পেজ থেকে

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) আজ মহাকাশে এসএসএলভি-ডি১ নামের একটি ছোট আকারের রকেট পাঠিয়েছে।

ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে সবচেয়ে ক্ষুদ্র এই রকেটের সঙ্গে একটি পর্যবেক্ষণকারী স্যাটেলাইট ও ভারতীয় শিক্ষার্থীদের নির্মাণ করা আরেকটি স্যাটেলাইট যুক্ত আছে।

আজ ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, রকেটটি ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহারিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র (এসডিএসসি) থেকে রোববার সকালে রকেটটি সফলভাবে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়।

এই রকেটের সঙ্গে প্রথমবারের মত আইএসআরও একটি ছোট উপগ্রহ উৎক্ষেপণ যান (এসএসএলভি) পাঠিয়েছে, যেটি পৃথিবীর নিম্ন কক্ষপথে উপগ্রহ স্থাপনের জন্য ব্যবহার করা হবে।

ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপনের জন্য ভারতের পল্লী অঞ্চলের ৭৫০ স্কুল ছাত্রীদের তৈরি করা আরও একটি উপগ্রহ এসএসএলভির মাধ্যমে পরিবহণ করা হচ্ছে। এই উপগ্রহটির নাম 'আজাদি-স্যাট'।

এসএসএলভির দৈর্ঘ্য ৩৪ মিটার। আগের মডেল পোলার উপগ্রহ উৎক্ষেপণ যানের (পিএসএলভি) চেয়ে এর দৈর্ঘ্য প্রায় ১০ মিটার কম। এর ব্যাসও পিএসএলভির চেয়ে কম।

'লিফট-অফ ভর' বা উৎক্ষেপণের সময় এসএসএলভির ভর ১২০ টন। পিএসএলভির ক্ষেত্রে যেটি ছিল ৩২০ টন।

ভারতের প্রথম উপগ্রহ ১৯৮০ সালে উৎক্ষেপণ করা হয়েছিল। সেটি ৪০ কেজি ওজন বহন করতে পারতো।

উৎক্ষেপণের পর আইএসআরও এক টুইটার বার্তায় জানায়, এসএসএলভির প্রথম ফ্লাইটটি সফল হয়েছে। এর সকল পর্যায় প্রত্যাশা অনুযায়ী সম্পন্ন হয়েছে। টার্মিনাল পর্যায়ে কিছু ডাটা হারিয়ে গেছে। এ বিষয়টির বিশ্লেষণ করা হচ্ছে।

 

Comments

The Daily Star  | English
US dollar price rises

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

1h ago