মহাকাশে নয় মাস আটকে থাকার পর দুই নভোচারী অবশেষে পৃথিবীর পথে

নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। ছবি: নাসা

নয় মাসেরও বেশি সময় মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফেরত আসছেন নাসার দুই নভোচারী।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানায়, স্পেসএক্সের এক ক্যাপসুলে ফেরত আসছেন বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস নামের এই দুই মার্কিন নভোচারী।  

২০২৪ সালের ৬ জুন এক সপ্তাহের এক মিশনে বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুলে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যান এই দুই নভোচারী।

কিন্তু প্রযুক্তিগত ত্রুটি ও নিরাপত্তা উদ্বেগের কারণে নাসা ও বোয়িং সেপ্টেম্বরে খালি অবস্থায় ক্যাপসুলটিকে পৃথিবীতে ফেরত আনে।

মঙ্গলবার বাংলাদেশ সময় ১১টা ৫ মিনিটে (জিএমটি ৫টা ৫ মিনিট) দুই নভোচারীকে নিয়ে আইএসএস থেকে রওনা হয় স্পেসএক্সের ক্যাপসুল।

বুধবার বাংলাদেশ সময় রাত ৩টা ৫৭ মিনিটে (জিএমটি ২১টা ৫৭ মিনিট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলের কাছে সমুদ্রে অবতরণ করার কথা রয়েছে ক্যাপসুলটির।

দুই নভোচারীকে ফেরত আনতে যাওয়া স্পেসএক্সের ক্যাপসুলে আরও আছেন মার্কিন নভোচারী নিকোলাস হেগ ও রুশ নভোচারী আলেকজান্ডার গর্বুনভ।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

50m ago