৩ জনকে বাদ দিয়ে পুরস্কারের সংশোধিত তালিকা প্রকাশ করল বাংলা একাডেমি

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি, মোহাম্মদ আজম, ফারুক নওয়াজ,

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। তিনজনকে বাদ দিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করেছে বাংলা একাডেমি।

বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভায় স্থগিত করা পুরস্কৃত লেখক তালিকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

শুরুতে এ তালিকায় ১০ জন কবি, লেখক ও গবেষকের নাম ছিল। তবে পুনর্বিবেচনার পর চূড়ান্ত তালিকায় সাতজনের নাম রাখা হয়েছে।

সংশোধিত তালিকা অনুযায়ী, ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীরা হলেন—কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

আগের তালিকায় কথাসাহিত্যে সেলিম মোরশেদ, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান ও শিশুসাহিত্যে ফারুক নওয়াজ ছিলেন। সংশোধিত তালিকায় তারা বাদ পড়েছেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালা অনুযায়ী তাদের জায়গায় নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিবছর অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়। আগামী ১ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

বুধবার রাতে বাংলা একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমকে উদ্ধৃত করে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, চূড়ান্ত তালিকা থেকে তিনজনের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রতিষ্ঠানের নীতিমালা মেনেই হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালার চতুর্থ অধ্যায়, নবম ধারা অনুযায়ী নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করতে পারবেন না এবং দশম ধারা অনুযায়ী সুপারিশকৃত কোনো নাম বিবেচনা না করার ক্ষমতা বাংলা একাডেমি নির্বাহী পরিষদ সংরক্ষণ করেন।'

এর আগে, বিতর্কের মুখে গত শনিবার বাংলা একাডেমি শুরুতে ঘোষিত তালিকা স্থগিত করেছিল। তারপর গতকাল সংশোধিত তালিকা প্রকাশ করা হলো।

Comments

The Daily Star  | English

Teacher candidates: Water cannons, batons used to disperse protesters

Despite police action, many protesters gathered near the High Court around 4:35pm

1h ago