কপোতাক্ষ নদীর বুকে পাঠচক্রের আসর

কপোতাক্ষ নদীর বুকে পাঠচক্রের আসর, ছবি সংগৃহীত

কখনো ডাহুক পাখির ডাক, কখনো বা পানকৌড়ির ডানা ঝাঁপটানি, আবার কখনো শোনা যাচ্ছে কপোতাক্ষ নদের কলকল জলরাশির শব্দ। নদীর দু'পাশে সবুজ প্রকৃতির স্নিগ্ধময় আবেশ— এমনই এক মনোরম প্রাকৃতিক পরিবেশে কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' উপন্যাস নিয়ে গত শুক্রবারে যশোরের ঝিকরগাছার কাটাখালস্থ কপোতাক্ষ নদের মাঝে নৌকায় প্রতিবেশ অধ্যয়নের আয়োজন করেছে 'সপ্তাহে একটি বই পড়ি' সংগঠন।

কপোতাক্ষের স্বচ্ছ জলরাশি, নদের বুক চিরে হেলেদুলে চলা নৌকা, ঠান্ডা বাতাসের সাথে পাখপাখালির কলকাকলির সাথে কবি উপন্যাসের নানামাত্রিক আলোচনা এবং ক্ষণে গান, কবিতার পরিবেশনার মাধ্যমে তৈরি হয় এক অতিন্দ্রীয় সুন্দর পরিবেশের। 

সংগঠনের প্রতিষ্ঠাতা সরকারি মাইকেল মধুসূদন কলেজ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীরের সভাপতিত্বে ও পাঠচক্রবন্ধু মুরাদ হোসেনের সঞ্চলনায় প্রতিবেশ অধ্যয়ন শুরু হয়। এরপর পাঠচক্রবন্ধু সালেহা সুলতানা ঊষার কণ্ঠে সূচনাসঙ্গীত, পাঁচ মিনিটের মেডিটেশন পর্ব সমাপনান্তে এবং অভিজিৎ কুমার তরফদারের স্বাগত বক্তব্যের পর পাঠ-প্রতিক্রিয়া পর্বে অংশগ্রহণ করেন পাঠচক্রবন্ধু খাদিজা একরাম এষা, সোনিয়া আফরিন, অপু দেবনাথ, জান্নাতুল ফেরদৌস ইলা, হামিদা হিমু, আনিকা প্রমুখ। আলোচনার মাঝে রুবাই পাঠ করেন কবি মামুন আজাদ, কবিতা শোনান মনিরা খাতুন এবং লোকায়ত গান পরিবেশন করেন স্থানীয় বাউলশিল্পী সোহরাব হোসেন। 

আলোচনায় 'কবি' উপন্যাসকেন্দ্রিক রম্য বিতর্কে অংশগ্রহণ করেন পাঠচক্র বন্ধুরা। বিতর্কের বিষয় ছিল 'বসন্ত নয়, ঠাকুরঝিই ছিল নিতাইয়ের প্রকৃত ভালোবাসা'। পক্ষ দলে অংশগ্রহণ করেন মুরাদ হোসেন, সায়মা আক্তার তৌফা, অভিজিৎ তরফদার ও সোনিয়া আফরিন এবং বিপক্ষ দলে অপু দেবনাথ, সালেহা সুলতানা ঊষা, খাদিজা একরাম এশা ও জান্নাতুল ফেরদৌস ইলা। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কবি মামুন আজাদ, সাংবাদিক সালমান হাসান রাজীব ও সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক ও কবি সুমন রেজা। 

বিতর্কে পক্ষ দল বিজয়ী হন এবং শ্রেষ্ঠ বক্তা হন অভিজিৎ তরফদার। 'কবি' উপন্যাস নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: মোফাজ্জেল হোসেন ও সহকারী অধ্যাপক মোঃ শাহ্জাহান কবীর।  অনুষ্ঠান শেষে বিতার্কিকদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানে স্বেচ্ছাসেবার ভিত্তিতে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে পুরস্কার লাভ করেন মুরাদ হোসেন এবং শ্রেষ্ঠ বইয়ের বন্ধু নির্বাচিত হন সুমন রেজা।

এ ভিন্নতর আয়োজন বিষয়ে  শাহ্জাহান কবীর বলেন, 'কবি' বইটির পাঠ চলাকালীন পাঠচক্রবন্ধুদের মধ্যে উপন্যাসের তিনটি চরিত্র নিতাই, ঠাকুরঝি ও বসন্তের ভালবাসা নিয়ে তর্কের সূচনা হয়। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে যুক্তিনির্ভর রম্য বিতর্কের আয়োজন করা হয়। বইয়ের চরিত্রকেন্দ্রিক যুক্তি-আশ্রয়ী রোমান্টিক আলোচনায় উপভোগ্যময় হয়ে উঠে পাঠচক্র। এ ধরণের উদ্যোগে সংশ্লিষ্ট বইয়ের বিষয়বস্তু বিশ্লেষণপূর্বকভাবে জানার ও পাঠে আনন্দের সুযোগ সৃষ্টি হয়।

উল্লেখ্য, যশোর থেকে পরিচালিত হওয়া একটি বুদ্ধিবৃত্তিক চর্চার প্লাটফর্ম সপ্তাহে একটি বই পড়ি। যেটি তাঁদের অভিনবত্ব এবং নান্দনিক প্রচেষ্টার মাধ্যমে জেলার সৃজনশীল চর্চার পরিমন্ডলে নিজের গুরুত্বপূর্ণ অবস্থানের জানান দিয়ে ইতোমধ্যে দেশব্যাপী সমাদৃত হচ্ছে।

Comments

The Daily Star  | English
Bangladesh bank reform plan 2025

Inside the 3-year plan to fix banks

Bangladesh has committed to a sweeping overhaul of its troubled financial sector, outlining a detailed three-year roadmap as part of its latest agreement with the International Monetary Fund.

10h ago