নাটোরে উদীচীর কর্মী সভা
নাটোরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কর্মী সভা। জাতীয় সংগীত ও সাংগঠনিক সংগীতের মধ্যে দিয়ে শুরু হওয়া সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম হাবীব, প্রবীর সরদার ও জুলফিকার আলী গোলাপ।
বক্তারা সংগঠনের প্রতিষ্ঠা, ইতিহাস, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণ-আন্দোলনে উদীচীর ভূমিকা, প্রগতিশীল চেতনা, লক্ষ্য-উদ্দেশ্য ও বর্তমান সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সমাজ পরিবর্তনের প্রথম হাতিয়ার সাংস্কৃতিক বিপ্লব। আর এই চেতনার পথিকৃৎ হিসেবে দেশ ও দেশের বাইরে এগিয়ে চলেছে উদীচী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত, একক ও দলীয় সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন সংগঠনের শিল্পীরা।
উদীচীর নাটোর জেলা সংসদের সদস্য সচিব আলতাফ হোসেনের সঞ্চালনায় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা সংসদের আহ্বায়ক বুলবুল আহমেদ।
Comments