চোখে কিছু ঢুকলে কী করবেন, কী করবেন না
প্রায়ই আমাদের চোখে ছোট পোকা, চোখের পাপড়ি, ধুলাবালি ঢুকে যায়, যা অস্বস্তি তৈরি করে। এসব ছাড়াও আরও ঝুঁকিপূর্ণ বস্তু বা কণা চোখে প্রবেশ করতে পারে চোখে, যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
চোখে কিছু ঢুকলে করণীয় সম্পর্কে জেনে নিন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সাউদ আল ফয়সাল ইমনের কাছ থেকে।
চোখে কিছু প্রবেশ করলে কী হয়
ডা. ফয়সাল ইমন বলেন, মানবদেহে চোখ অত্যন্ত স্পর্শকাতর। সাধারণত কলকারখানায় যেসব শ্রমিকরা কাজ করেন, বিভিন্ন ওয়েল্ডিং, গ্রাইন্ডিংয়ের কাজ করেন তাদের চোখে লোহার কণা, কাঠ বা বিভিন্ন ধাতুর টুকরা, কাচের গুঁড়া প্রবেশ করতে পারে। সোনার কারখানায় যারা কাজ করেন তাদের চোখে অনেক সময় সোনার টুকরা, নিকেল, বিভিন্ন ধাতু চোখের ভেতরে প্রবেশ করতে পারে। এ ছাড়া ধুলাবালি, ধূলিকণা, কীটপতঙ্গ, চোখের পাপড়িও অনেক সময় চোখের ভেতর ঢুকে যেতে পারে। চোখে কিছু ঢুকলে অস্বস্তিকর অবস্থা তৈরি হয় এবং বিভিন্ন লক্ষণ দেখা দেয়। যেমন-
১. চোখের ভেতর ফরেন বডি অর্থাৎ কোনো বস্তু বা কণা ঢুকলে চোখে অস্বস্তি হয়, চোখ খচখচ করতে থাকে।
২. চোখে কিছু লেগে থাকার অনুভূতি হয়।
৩. জ্বালাপোড়া হয়, চুলকানি হয়।
৪. আলোর দিতে তাকাতে অসুবিধা হয়।
৫. চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ে।
৬. চোখ কখনো কখনো লাল হয়ে যায়।
৭. চোখে হালকা কিংবা তীব্র ব্যথা হতে পারে।
চোখে কিছু ঢুকলে কী করবেন
ডা. ফয়সাল ইমন বলেন, চোখে কিছু পড়লে প্রথমেই চোখে পানি দিতে হবে। পরিষ্কার ও ঠান্ডা পানিতে চোখ ভালোভাবে ধুয়ে নিতে পারলে চোখের ভেতরে থাকা বস্তু বা কণা বেশিরভাগ সময়ই বেরিয়ে যায়। এ ছাড়া চোখের ওপরের পাতার সাথে নিচের পাতা বার বার টেনে এনে তারপর ছেঁড়ে দিলে অনেক সময় ফরেন বডি বেরিয়ে যায়।
চোখে পানির ঝাপটা দেওয়া, পানি দিয়ে ভালোভাবে চোখ ধোয়ার পরেও যদি চোখের ভেতরে থাকা বস্তু বা কণা বের না হয় তাহলে নিজে নিজে আর চেষ্টা না করাই ভালো। চোখের গভীরে, কর্নিয়ার মধ্যে বস্তু বা কণা আটকে গেছে এমন মনে হলে অবশ্যই চোখের ডাক্তারের কাছে যেতে হবে। চিকিৎসক প্রয়োজনীয় যন্ত্রের মাধ্যমে চোখের ভেতরে থাকা বস্তু ও কণার উপস্থিতি নিশ্চিত হয়ে বের করে আনতে পারেন সঠিক উপায়ে।
পুরো চোখের ভেতর কোনো বস্তু বা কণা আটকালে আটকালে খুব বেশি সমস্যা হয় না কিন্তু কর্নিয়াতে সমস্যা হয়, কারণ কর্নিয়ার সংবেদনশীলতাই সবচেয়ে বেশি। তাই পরিস্থিতি অনুযায়ী অবশ্যই চোখের ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
চোখে কিছু ঢুকলে যা করা যাবে না
১. চোখে কিছু ঢুকলে চোখ ঘষা, চোখ কচলানো একদমই উচিত না, এতে চোখে থাকা বস্তু বা কণা চোখের গভীরে ঢুকে যেতে পারে, চোখের ক্ষতির কারণ হতে পারে।
২. চোখে কোনো কিছু ঢুকলে টুইজার, সোয়াব স্টিক দিয়ে বের করে আনার চেষ্টা করেন অনেকে, এটি করা যাবে না। কেউ কেউ বিশেষ করে কারখানার শ্রমিক, গ্রাইন্ডিংয়ের কাজ করেন যারা, তারা টাকা ভাঁজ করে তার কোণা দিয়ে চোখের ভেতর থাকা বস্তু নিজে নিজে বা কারো সহায়তায় বের করে আনার চেষ্টা করেন। এটি চোখের কর্নিয়ার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
৩. চোখে কিছু ঢুকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড জাতীয় চোখে ড্রপ কিংবা কোনো মলম ব্যবহার করা যাবে না। এগুলো নিজে নিজে ব্যবহার করলে চোখে ভালোর চেয়ে বরং ক্ষতি আরও বেশি হয়, প্রদাহ চোখের চারিদিকে ছড়িয়ে যেতে পারে, ক্ষত আরও বড় হয়ে যায়।
ধারালো কোনো বস্তু, গরম ধাতুর টুকরা অপসারণে চিকিৎসকের কাছে যেতে হবে যত দ্রুত সম্ভব।
ডা. ফয়সাল ইমন বলেন, লোহার কণা দীর্ঘ সময় চোখে থাকা, ওয়েল্ডিং, গ্রাইন্ডিংয়ের কাজ করার সময় চোখে ধাতব কণা প্রবেশ করার পর তা বের করতে না পারলে চোখে রাস্ট হতে পারে, রাস্ট রিং হয়ে যায়, ইনফেকটিভ কেরাটাইটিস নামক চোখের কর্নিয়ার প্রদাহ হয়, দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি থাকে। চোখের সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। কলকারখানা, ওয়েল্ডিং, গ্রাইন্ডিংসহ ঝুঁকিপূর্ণ কাজে প্রটেক্টিভ গ্লাস ওয়্যার পরিধান বা যথাযথ প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
Comments