১২ দিনে বেনাপোল দিয়ে ভারতে গেছেন প্রায় ২৩ হাজার যাত্রী

ছবি: স্টার

ঈদুল আজহার ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে যাত্রী পারাপার বেড়েছে। গত ১২ দিনে (১৬ জুন থেকে ২৫ জুন) অন্তত ৫২ হাজার ৭৩৯ যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে যাতায়াত করেছেন।

এর মধ্যে ২২ হাজার ৬৭৩ জন ভারতে গেছেন এবং ভারত থেকে দেশে ফিরেছেন ৩০ হাজার ৬৬ জন।

বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আহসান হাবীব বলেন, 'ঈদের দীর্ঘ ছুটির কারণে গত শুক্রবার থেকে বেনাপোল দিয়ে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা বেড়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই চাপ সামলানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। যত দ্রুত সম্ভব বেনাপোল অংশে যাত্রীদের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।'

মঙ্গলবার সকালে ইমিগ্রেশন চেকপোস্টের বাইরে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ লাইন দেখা যায়।

ভারত ভ্রমণে যেতে ইমিগ্রেশন লাইনে অপেক্ষা করছিলেন আবুল কালাম। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজলভ্য। তাই সেখানে ঈদের ছুটি কাটাতে যাচ্ছি। তাছাড়া ভারতে ভ্রমণসহ অন্যান্য খরচ তুলনামূলকভাবে কম।'

Comments