ঘোরার জন্য প্রিয় জায়গা ‘মানুষের মন’
গত শতকের নব্বইয়ের দশকেও বাংলাদেশের টেলিভিশন নাটক ও বিকল্প ধারার চলচ্চিত্রগুলোতে মঞ্চনাটকের প্রভাব ছিল স্পষ্ট। বিশেষ করে সংলাপে। মোস্তফা সরয়ার ফারুকী এই ধারা ভেঙে নতুন ধারা তৈরি করেছিলেন। নাটক-চলচ্চিত্রে সাধারণ মানুষের মুখের ভাষা ও বাচনভঙ্গী দক্ষভাবে প্রয়োগ করতে সক্ষম হয়েছেন তিনি। দেশি চলচ্চিত্রের আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রেও তার রয়েছে অগ্রগণ্য ভূমিকা। ফারুকীর প্রিয় ১০টি বিষয়।
প্রিয় লেখক
প্রিয় লেখক তো অনেকেই। অরুন্ধতী রায়, হারুকি মুরাকামি, আন্তন চেখভ, শহীদুল জহির, গার্সিয়া মার্কেজ, পাবলো নেরুদা, জীবনানন্দ দাশ! এই মুহূর্তে এই কয়জনের নাম মনে পড়ল!
প্রিয় বই
এটা কেমনে বলি?
প্রিয় সিনেমা
এটাও কঠিন কাজ। ৫টা হলে চেষ্টা করা যায়। সেই ৫টাও আবার আপেক্ষিক। আজকে বলছি এই ৫টা, কালকে জিজ্ঞেস করলে হয়তো অন্য ৫টা বলতে পারি। আজকের হিসাবে যে ৫টা বলা যায়—আব্বাস কিয়ারোস্তামি পরিচালিত 'ক্লোজ আপ', ওয়াং কার ওয়াইয়ের 'ইন দ্য মুড ফর লাভ', আসগার ফারহাদির 'সেপারেশন', কিম কি দুকের 'সামার, স্প্রিং, উইন্টার', গদারের 'ব্রেথলেস'!
প্রিয় অভিনয় শিল্পী
দুনিয়ার ৭ বিলিয়ন লোকের প্রত্যেকেই অভিনয় করে চলেছেন প্রতিদিন; নানা চরিত্রে! এদের সবাই আমার প্রিয়। ও হ্যাঁ, এটা বলতে গিয়ে কি পশুদের কথা ভুলে গেলাম? কারণ, শিশু, পশু ও কবিদের মতো আনপ্রিটেনশাস অভিনেতা আর কেউ হয় না! তারপরও যদি জানতে চান আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে কাদের অভিনয় মুগ্ধ করেছে, তাহলে কয়েকজনের নাম বলতে পারি—চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, তাসনিয়া ফারিন, অপি করিম, শাহীর হুদা রুমি, 'ব্যাচেলর'-এর মারজুক রাসেল আর হাসান মাসুদ, ইরফান খান, নওয়াজুদ্দিন সিদ্দিকি, মেগান মিশেল—এই কয়েকটা নাম চট করে মনে পড়ল।
প্রিয় সংগীত শিল্পী
আমি জানি না এই প্রশ্নের উত্তর কেমনে দেয়! এটা বদলায় ক্ষণে ক্ষণে! তারপরও কয়জনের নাম বলি—স্টিং, জিম মরিসন, সান্তানা, পিংক ফ্লয়েড, বব ডিলান, জন ডেনভার, স্যাম কুক, মাডি ওয়াটারস, আজম খান, আইয়ুব বাচ্চু, জেমস, মাকসুদুল হক, ওয়ারফেজ, বিলি আইলিশ, লানা দেল রে, চিরকুট, ইত্যাদি।
প্রিয় কবিতা
কবিতা তো পড়িই। আসলে ইতিহাস আর মহাবিশ্বের রহস্য বাদ দিলে কবিতাই আমার সবচেয়ে প্রিয়। ফলে বুঝতেই পারছেন, একটা প্রিয় কবিতা বলতে বললে আমার অবস্থা হয় সমুদ্রের সামনে একটা চা চামচ হাতে দাঁড়ানো বালকের মতো; এই মহাসমুদ্র থেকে এবার সে কী তুলে আনে?
প্রিয় ব্যক্তিত্ব
মা-বাবা-তিশা।
প্রিয় জায়গা
ঘোরার জন্য আমার প্রিয় জায়গা মানুষের মন।
প্রিয় ভুল
গোটা জীবনটাই নানা ভুলের যোগফল!
প্রিয় উক্তি বা সংলাপ
'দূর অতীতের শীত সাধারণ মনে হয়, কেবল বর্তমানের শীতেই আমাদের হাড় কাঁপে।'
Comments