হালফ্যাশনে নারীদের বিশেষ ৩ ব্যাগ

মিনি ব্যাগ। ছবি: সংগৃহীত

ব্যাগ পছন্দ করে না এমন নারী পাওয়াটা কঠিন। ব্যাগের সঙ্গে সঙ্গে নিজেদের স্টাইলে যুক্ত হয় নান্দনিকতা ও আভিজাত্য। সেই সঙ্গে নিজেদের যাবতীয় প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র বহন করার একমাত্র বিষয় হলো ব্যাগ।

প্রতিবছরেই ব্যাগের ফ্যাশন ট্রেন্ডে আসছে ভিন্নতা। নতুন নতুন ধরন ও ডিজাইনের ব্যাগ আসছে। প্রত্যেক ডিজাইনই যেন আগের ডিজাইন থেকে বেশি নানন্দিক। সব ডিজাইনের ব্যাগই যেন ওয়ার্ডরোরে শোভা পায়। কোনটা রেখে কোনটা বাছাই করা যেন এক দুরূহ কাজ।

চমকপ্রদ ডিজাইন ও নান্দনিক শেপের ৩টি ব্যাগ নিয়ে আজকের আলোচনা।

বেল্ট ব্যাগ

বেল্ট ব্যাগ। ছবি: সংগৃহীত

এই ব্যাগের আরও নাম আছে, যেমন বাম ব্যাগ কিংবা ফ্যানি প্যাক। যাদের সারাদিনই দৌঁড়ঝাঁপ করতে হয় তাদের জন্য এই ব্যাগ সবচেয়ে উপযোগী। যাদের অনেক বেশি ট্রাভেল করতে হয় এবং বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে পছন্দ করেন তারা প্রয়োজনীয় সব কিছু নিজের কাছে রাখতে এই ব্যাগ ব্যবহার করতে পারেন।

এখন নতুন নতুন বেল্ট ব্যবহার করায় এইগুলো আরও বেশি আরামদায়ক ও ব্যবহার উপযোগী। সব বয়সী মেয়েদের জন্য এই ব্যাগ উপযোগী।

বিভিন্ন ডিজাইনার ও ফ্যাশন আইকনদের কাছে বেল্ট ব্যাগ এখন খুব বেশি জনপ্রিয়। সব বয়সী মানুষের জন্যই বেল্ট ব্যাগ আছে।

মিনি ব্যাগ

যাদের ভারী বা বড় ব্যাগ তেমন পছন্দ না তাদের জন্যই উপযোগী মূলত কিউট শেপের মিনি সাইজ ব্যাগগুলো। মিনি ব্যাগগুলোতে খুব বেশি জিনিস বহন করা না গেলেও এই ব্যাগগুলো কিন্তু অনেক বেশি স্ট্যাইলিশ ও সুন্দর সেটি অস্বীকার করারও কোনো সুযোগ নেই। রাতে কোনো অনুষ্ঠানে কিংবা কোনো ফর্মাল গেট টুগেদারে যাবার সময় রমণীর ক্লোসেটে মিনি ব্যাগই হবে প্রথম পছন্দ।

পাউচ ব্যাগ

পাউচ ব্যাগ। ছবি: সংগৃহীত

হ্যান্ড ব্যাগ থেকে কিছুটা বড় ও নরম ধরনের ব্যাগগুলোই মূলত পাউচ। তবে এটি হ্যান্ড পার্সেরই একটি নতুন ধারা। এই ব্যাগগুলো পরিচিত পায় বিখ্যাত ব্র‍্যান্ড বোটেগা ভেনেটা থেকেই। যারা ব্যাগ আশেপাশে কোথাও রাখতে পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইন বিশেষ ভাবে উপযোগী। স্টাইলের সঙ্গে সঙ্গে ডিজাইনও হাতের জন্যও আরামদায়ক।

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago